জেডি ভ্যান্সের সঙ্গে মাছ ধরতে গিয়ে আইনি ঝামেলায় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে জরিমানা

গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ইংল্যান্ডের গ্রামীণ অঞ্চলে অবসর সময়ে মাছ ধরতে গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে । এখন তিনি এজন্য জরিমানার মুখে পড়ার আশংকায়।
বুধবার ল্যামি নিজেই যুক্তরাজ্যের পরিবেশ সংস্থার কাছে অভিযোগ জানান যে তিনি মাছ ধরেছেন বিনা রড লাইসেন্সে। ব্রিটেনে এটি একটি অপরাধ, যার জন্য সর্বোচ্চ ২,৫০০ পাউন্ড (৩,৪০০ ডলার) জরিমানা হতে পারে।
ফরেন অফিসের এক মুখপাত্র জানান, "পররাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংস্থাকে লিখেছেন যে একটি প্রশাসনিক ভুলের কারণে প্রয়োজনীয় লাইসেন্স নেয়া হয়নি। গত সপ্তাহে চিভনিং হাউসের ব্যক্তিগত লেকে কূটনৈতিক অনুষ্ঠানের অংশ হিসেবে মাছ ধরা হয়েছিল।"
মুখপাত্র আরও জানান, "যখনই পররাষ্ট্রমন্ত্রী এই প্রশাসনিক ভুলের কথা জানতে পারেন, তিনি দ্রুত প্রয়োজনীয় রড ফিশিং লাইসেন্স ক্রয় করেন। এছাড়া তিনি পরিবেশ সংস্থাকে চিঠি লিখে ভুলের কথা জানান, কীভাবে তা ঠিক করা হয়েছে তা ব্যাখ্যা করেন এবং ব্রিটেনের মাছ সংরক্ষণে তাদের কাজের জন্য ধন্যবাদ জানান।"
দক্ষিণ ইংল্যান্ডের কেন্ট কাউন্টিতে অবস্থিত চিভনিং হাউস হলো ল্যামির আনুষ্ঠানিক রিট্রিট, যা "গার্ডেন অব ইংল্যান্ড" নামে পরিচিত। এখানে কূটনৈতিক অনুষ্ঠান শেষে ভ্যান্স পরিবারসহ ছুটিতে রয়েছেন।
যদিও ভ্যান্স আগে ব্রিটিশ সরকারের ওপর 'অতিরিক্ত হস্তক্ষেপ' এবং 'মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা' নিয়ে সমালোচনা করেছেন, তবে অবৈধ মাছ ধরার পর দুই নেতা একসঙ্গে হাস্যরসাত্মক সংবাদ সম্মেলন করেন। ভ্যান্স বলেন, "দুর্ভাগ্যবশত, বিশেষ সম্পর্কের একমাত্র টানাপোড়েন হলো আমার সব সন্তান মাছ ধরেছে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কিছুই ধরতে পারেননি।"
ব্রিটেনের পিএ মিডিয়া জানিয়েছে, ধরা মাছগুলো আবার ব্যক্তিগত লেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ১৩ বছর বা তার বেশি বয়সী সবাইকে ফ্রেশওয়াটার ফিশিংয়ের জন্য রড লাইসেন্স নিতে হয়। এর উদ্দেশ্য মাছের সংখ্যা রক্ষা করা এবং মৎস্যসম্পদ টেকসই রাখা।
পরিবেশ সংস্থার এক মুখপাত্র বলেন, "যে কেউ মাছ ধরতে গেলে লাইসেন্স নিতে হবে, যা আমাদের নদী, হ্রদ এবং এই খেলাধুলা উন্নত করতে সহায়তা করে।"