বিশ্বের দ্রুততম ১০টি ট্রেন কোনগুলো?

একদিকে চীন, ফ্রান্স, জাপান এমনকি মরক্কোও যখন হাই-স্পিড ট্রেনের দুনিয়ায় রাজত্ব করছে, তখন প্রযুক্তি ও ক্ষমতার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র যেন এক নিরব দর্শক। যেখানে বিশ্বের সেরা ট্রেনগুলো ঘণ্টায় ২০০ মাইলের বেশি গতিতে ছুটে চলে, সেখানে আমেরিকা সবেমাত্র তাদের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের গতি ১৬০ মাইলে তোলার ঘোষণা দিয়েছে।
২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের রেল পরিষেবা সংস্থা অ্যামট্র্যাক তাদের নতুন 'নেক্সটজেন অ্যাসেলা' ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। এটি বোস্টন, নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি-র মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে সংযুক্ত করবে এবং বর্তমান অ্যাসেলা ট্রেনের চেয়ে ১০ মাইল বেশি গতিতে চলবে।
তবে এই পদক্ষেপ সত্ত্বেও, যুক্তরাষ্ট্র দ্রুতগতির রেলের বৈশ্বিক প্রতিযোগিতায় অনেক পিছিয়ে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, 'পুরনো রেললাইন' যুক্তরাষ্ট্রের উচ্চগতির রেলের স্বপ্নকে বারবার আটকে দিচ্ছে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, গতির এই দৌড়ে বিশ্বের সেরা দশে রয়েছে কোন কোন দেশের ট্রেন এবং তারা ঠিক কতটা দ্রুতগতির।
৭. ইউরোস্টার ই৩২০, যুক্তরাজ্য (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২০০ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন
পরিষেবার রুট: লন্ডন-প্যারিস এবং লন্ডন-ব্রাসেলসসহ একাধিক রুটে চলাচল করে
চালু হয়েছে: ২০১৫ সাল থেকে

৭. আইসিই৩, জার্মানি (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২০৫ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন
পরিষেবার রুট: ফ্রাঙ্কফুর্ট-কোলোন
চালু হয়েছে: ২০০০ সাল থেকে

৭. ত্রেনিতালিয়া ফ্রেচ্চারোসা ১০০০, ইতালি (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২২৪ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: হাই-স্পিড রেল
পরিষেবার রুট: তুরিন, মিলান, ভেনিস, ফ্লোরেন্স, রোম এবং সালেরনোর মতো শহরগুলোকে সংযুক্ত করে একাধিক রুটে চলে
চালু হয়েছে: ২০১৪ সাল থেকে

৭. সাংহাই ম্যাগলেভ, চীন (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৮৬ মাইল (সর্বোচ্চ ২৬৮ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: ম্যাগনেটিক লেভিটেশন (চৌম্বকীয় শক্তিতে ভেসে থাকা)
পরিষেবার রুট: সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুডং-এর লংইয়াং রোড স্টেশন পর্যন্ত (১৮.৬ মাইল)
চালু হয়েছে: ২০০৩ সাল থেকে

৬. কেটিএক্স, দক্ষিণ কোরিয়া
সাধারণ গতি: ঘণ্টায় ১৯০ মাইল
ধরন: হাই-স্পিড রেল
পরিষেবার রুট: সিউল-বুসানসহ একাধিক রুটে চলাচল করে
চালু হয়েছে: ২০০৪ সাল থেকে

৫. এভিই এস-১০৩, স্পেন
সাধারণ গতি: ঘণ্টায় ১৯৩ মাইল (সর্বোচ্চ ২১৭ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: হাই-স্পিড রেল
পরিষেবার রুট: মাদ্রিদ-বার্সেলোনা
চালু হয়েছে: ২০০৭ সাল থেকে

২. আল বোরাক, মরক্কো (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল
ধরন: হাই-স্পিড রেল
পরিষেবার রুট: কাসাব্লাঙ্কা-ট্যাঙ্গিয়ার
চালু হয়েছে: ২০১৮ সাল থেকে

২. টিজিভি, ফ্রান্স (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল
ধরন: হাই-স্পিড রেল
পরিষেবার রুট: প্যারিস-লিওঁ, প্যারিস-মার্সেই এবং প্যারিস-নিসসহ একাধিক রুটে চলাচল করে
চালু হয়েছে: ১৯৮১ সাল থেকে

২. জেআর ইস্ট ই৫, জাপান (যৌথভাবে)
সাধারণ গতি: ঘণ্টায় ১৯৯ মাইল (সর্বোচ্চ ২১৭ মাইল পর্যন্ত উঠতে পারে)
ধরন: শিনকানসেন বুলেট ট্রেন
পরিষেবার রুট: টোকিও-আওমোরি
চালু হয়েছে: ২০১১ সাল থেকে

১. ফুক্সিং হাও, চীন
সাধারণ গতি: ঘণ্টায় ২১৭ মাইল
ধরন: ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন
পরিষেবার রুট: বেইজিং-সাংহাই, বেইজিং-তিয়ানজিন এবং বেইজিং-হংকংসহ একাধিক রুটে চলাচল করে
চালু হয়েছে: ২০১৬ সাল থেকে
