যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এজেন্ট হতে যাচ্ছেন সুপারম্যান তারকা ডিন কেইন

টিভি সিরিজ লুইস অ্যান্ড ক্লার্ক-এ সুপারম্যানের চরিত্রে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ডিন কেইন এবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কেইন বুধবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খুব শিগগিরিই তিনি আইসিই-এর অফিসার হিসেবে শপথ গ্রহণ করবেন।
সম্প্রতি আইসিই'র নিয়োগ প্রচারণায় অংশ নিয়ে জনসাধারণকে এজেন্ট হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যা ব্যাপক সাড়া ফেলে। এর পর আইসিই কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি নিজের এই সিদ্ধান্ত জানান।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, আগামী মাসে তাকে 'সম্মানসূচক আইসিই অফিসার' হিসেবে শপথগ্রহণ করানো হবে।
ডিএইচএসের সহকারী সচিব ট্রিশিয়া ম্যাকলাফলিন বলেন, 'ডিন কেইন যেমন টিভিতে সুপারহিরোর ভূমিকায় ছিলেন, এখন তিনি বাস্তবে আমেরিকার সুরক্ষায় কাজ করবেন এবং দেশের নিরাপত্তায় অবদান রাখবেন।'
আইসিই বর্তমানে ২০ হাজার কর্মকর্তা নিয়ে কাজ করছে। তবে চলতি মাসে তারা আরও ১০ হাজার নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে, যা তাদের কর্মীসংখ্যাকে দ্বিগুণ করবে। এই নিয়োগে বিভিন্ন পদ যেমন: নির্বাসন কর্মকর্তা, আইনজীবী, তদন্ত কর্মকর্তা, এবং শিক্ষার্থী ভিসা মূল্যায়ন কর্মকর্তাদের প্রয়োজনীয়তা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নির্বাসনের হার ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছেন। এই নীতির অংশ হিসেবে দেশজুড়ে বেশি মাত্রায় অভিবাসী নির্বাসন অভিযান চলছে, যা নানা জায়গায় সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়েছে।
আইসিই'র নিয়োগ প্রচারণার আওতায় ৫০ হাজার ডলার পর্যন্ত বোনাস এবং শিক্ষা ঋণ পরিশোধে সাহায্যের মতো সুবিধাও দেওয়া হচ্ছে। এছাড়া বয়সসীমাও তুলে নেওয়া হয়েছে যাতে যোগ্যরা সহজে আবেদন করতে পারেন।
সাম্প্রতিক সময়ে আইসিই'র বাজেটেও ব্যাপক বৃদ্ধি এসেছে। মার্কিন কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত বাজেটের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা এই সংস্থাকে দেশের সবচেয়ে বেশি অর্থায়নপ্রাপ্ত আইনশৃঙ্খলা সংস্থা হিসেবে দাঁড় করিয়েছে।
লুইস অ্যান্ড ক্লার্ক সিরিজে ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সুপারম্যানের চরিত্রে অভিনয় করেছেন কেইন।