ভারতে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

দিল্লির উপকণ্ঠে একটি ভাড়া করা আবাসিক ভবন থেকে ভুয়া দূতাবাস পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে জাল কূটনৈতিক নম্বরপ্লেট লাগানো গাড়ি ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের বিশেষ টাস্কফোর্সের (এসটিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা সুশীল ঘুলে জানান, হর্ষবর্ধন জৈন (৪৭) নামের ওই ব্যক্তি নিজেকে 'সেবোর্গা' ও 'ওয়েস্টার্টাকটিকা' নামের কথিত সংস্থার উপদেষ্টা কিংবা রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দিতেন। রাষ্ট্রদূতের ছদ্মবেশে তিনি বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতেন বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, বিশ্বনেতাদের সঙ্গে জৈনের বেশ কিছু জাল ছবি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিশ্বের অন্তত ৩০টি দেশের নাম ও প্রতীকসংবলিত ভুয়া সিল উদ্ধার করা হয়েছে। এছাড়া, শেল কোম্পানির [এমন এক কোম্পানি, যার নিজস্ব কোনো ব্যবসা বা সম্পদ না থাকলেও টাকার লেনদেন বা লুকানোর জন্য ব্যবহার করা হয়] মাধ্যমে বিদেশে অর্থ পাচারের সঙ্গেও তার সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দিল্লীতে জৈনের ভাড়া করা বাড়ি থেকে চারটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সেগুলোর গায়ে ছিল জাল কূটনৈতিক নম্বরপ্লেট। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় ৪৫ লাখ ভারতীয় রুপি ও বিভিন্ন বৈদেশিক মুদ্রা। গাড়িগুলোর গায়ে বিভিন্ন দেশের আন্তর্জাতিক পতাকা লাগানো ছিল।
জৈনের বিরুদ্ধে জালিয়াতি, ছদ্মবেশ ধারণ এবং জাল নথি রাখার অভিযোগে মামলা হয়েছে।
তবে এ বিষয়ে জৈন বা তার আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।