ভারতে বাবার গুলিতে টেনিস খেলোয়াড় রাধিকা যাদব নিহত

ভারতের গুরগাঁওয়ে রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (২৫) তার বাবার গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুরগাঁওয়ের সুশান্ত লোক-টু এলাকায় তাদের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দীপক যাদবকে (৫৪) আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত তার লাইসেন্সধারী রিভলভারটি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রাধিকা একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন, এ কাজে তার বাবার আপত্তি ছিল। এ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দীপক যাদব তার মেয়েকে তিনটি গুলি করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের এক মুখপাত্র বলেন, 'তিনি একাধিকবার মেয়েকে একাডেমি চালানো বন্ধ করতে বলেন।'
রাধিকার কাকা এবং অভিযুক্তের ভাই এ ঘটনায় একটি মামলা করেছে।
পুলিশ জানায়, ডেপুটি কমিশনার অব পুলিশ (পূর্ব), সেক্টর-৫৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল), ক্রাইম সিন এবং ফিঙ্গারপ্রিন্ট ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তারা মামলাটি সবদিক থেকে খতিয়ে দেখছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিবেশীদের বরাতে পুলিশ জানিয়েছে, যাদব তার মেয়ের সাফল্য মেনে নিতে পারেননি। কারণ রাধিকাকে নিয়ে স্থানীয়রা নানা কটুকথা শোনাতো।
পুলিশ জানায়, মেয়ের টাকায় সংসার চালায় বলে দীপক যাদবকে সবাই কটুকথা শোনাতো।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার লাইসেন্সধারী রিভলভার দিয়ে পাঁচটি গুলি ছোড়েন, যার মধ্যে তিনটি রাধিকার গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১১টায় একটি বেসরকারি হাসপাতাল থেকে জানানো হয় যে গুলিবিদ্ধ হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে নিহতের কাকা কুলদীপকে পাওয়া যায়, কিন্তু রাধিকাদের বাবা-মা সেখানে ছিলেন না।
এরপর পুলিশ তাদের বাড়িতে যায় এবং সেখানেই দীপক যাদবকে পায়।
তিনি স্বীকার করেন, 'আমি একজন আন্তর্জাতিক পর্যায়ের টেনিস খেলোয়াড়কে, আমার মেয়েকে গুলি করেছি।'
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে সন্ধ্যায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ইন্সপেক্টর বিনোদ কুমার বলেন, 'দীপক কিছুদিন ধরে মনমরা ছিলেন। প্রতিবেশীরা বারবার বলতেন, মেয়ের টাকায় সংসার চলে, তিনি মেয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এসব মন্তব্য শুনে শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।'
তিনি আরও বলেন, 'তিনি [যাদব] রাধিকাকে একাডেমি বন্ধ করতে বলেছিলেন, কিন্তু সে রাজি হয়নি। শেষ পর্যন্ত তিনি আর সহ্য করতে পারেননি।'
পুলিশ জানিয়েছে, দীপক যাদব কয়েকটি ছোট সম্পত্তির ভাড়া থেকে সামান্য আয় করতেন।
রাধিকা যাদব ২০০০ সালের ২৩ মার্চ হরিয়ানায় জন্মগ্রহণ করেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) রেকর্ড অনুযায়ী, তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছেন।
গার্লস আন্ডার-১৮ বিভাগে তার সেরা র্যাঙ্কিং ছিল ৭৫, উইমেন্স ডাবলসে ৫৩ এবং উইমেন্স সিঙ্গলসে ৩৫।
এছাড়া তিনি ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) সার্কিটেও সক্রিয় ছিলেন, যেখানে তার র্যাঙ্ক ছিল ১১৩।