ডেভিড বেকহ্যাম ও গ্যারি ওল্ডম্যান নাইটহুড উপাধিতে ভূষিত

প্রাক্তন ইংল্যান্ড ফুটবল অধিনায়ক ডেভিড বেকহ্যাম ও অভিনেতা গ্যারি ওল্ডম্যান শনিবার ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের বার্ষিক জন্মদিন উপলক্ষে ঘোষিত সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। এছাড়া, খ্যাতিমান ব্রিটিশ ভাস্কর অ্যান্টনি গর্মলি পেয়েছেন 'কম্প্যানিয়ন অব অনার' উপাধি।
৫০ বছর বয়সী বেকহ্যাম ১৯৯৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দেন এবং ক্লাবটির হয়ে প্রায় ৪০০টি ম্যাচ খেলেন। এই সময় তিনি একাধিক লিগ ও কাপ শিরোপা জেতেন।
পরে বেকহ্যাম রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি ও এসি মিলানের হয়ে খেলেছেন।
জাতীয় দলের জার্সি গায়ে তিনি ১১৫টি ম্যাচ খেলেছেন এবং ৫৮টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
১৯৯৯ সালে ফ্যাশন ডিজাইনার ও সাবেক স্পাইস গার্ল ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে তার বিয়ে ক্রীড়া জগতের বাইরেও তার তারকাখ্যাতিকে আরও বাড়িয়ে তোলে।
অন্যদিকে, ৬৭ বছর বয়সী গ্যারি ওল্ডম্যান অভিনয়জীবন শুরু করেন মঞ্চনাটকে। তিনি রয়্যাল শেকসপিয়র কোম্পানির সদস্য ছিলেন এবং পরে চলচ্চিত্র জগতে পরিচিতি পান। ২০১৭ সালে ডার্কেস্ট আওয়ার ছবিতে উইনস্টন চার্চিলের চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন।
তিনি ডার্ক নাইট ট্রিলজি, হ্যারি পটার সিরিজ এবং সাম্প্রতিক সময়ের টিভি স্পাই ড্রামা স্লো হর্সেস-এও অভিনয় করেছেন।
এছাড়া মিউজিক্যাল থিয়েটারের তারকা ইলেন পেইজ, সাহিত্যিক প্যাট বার্কার এবং সিরামিক শিল্পী এমা ব্রিজওয়াটার 'ডেম' উপাধি পেয়েছেন।
রক ব্যান্ড দ্য হু-এর লিড গায়ক ও টিনএজ ক্যান্সার ট্রাস্ট-এর পৃষ্ঠপোষক রজার ডলট্রিও দাতব্য খাতে বিশেষ অবদানের জন্য নাইট উপাধি পেয়েছেন।
যুক্তরাজ্যের সরকার জানায়, এবারের তালিকায় ১,২০০ জনের বেশি ব্যক্তি সম্মাননা পেয়েছেন। এর মধ্যে অনেকেই সরকারি ও জনসেবামূলক কাজের জন্য এসব স্বীকৃতি পেয়েছেন।
শনিবার লন্ডনে ট্রুপিং দ্য কালার নামের বার্ষিক সামরিক কুচকাওয়াজের মাধ্যমে রাজা চার্লসের রাষ্ট্রীয় জন্মদিন উদ্যাপন করা হবে, যদিও তার প্রকৃত জন্মদিন ১৪ নভেম্বর।