রাশিয়া-ইউক্রেন বৈঠকে যোগ দিতে তুরস্ক যেতে পারেন ট্রাম্প

তুরস্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বৈঠকে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১২ মে) তিনি বলেন, 'আমার মনে হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৃহস্পতিবার তুরস্কে যে বৈঠকটি হবে, তা থেকে একটি ভালো ফলাফল পাওয়া যেতে পারে।'
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরে যাচ্ছেন ট্রাম্প।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'আমি সেখানে (তুরস্ক) উড়ে যাওয়ার কথা ভেবে দেখছিলাম। বৃহস্পতিবার আমি কোথায় থাকব, সেটা জানি না। অনেক মিটিং রয়েছে। তবে আমি সত্যিই সেখানে যাওয়ার কথা ভাবছিলাম।'
তিনি বলেন, 'যদি মনে হয় কিছু ঘটবে, তাহলে সেটা হওয়ার (তুরস্কে যাওয়ার) সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের এটা শেষ করতেই হবে।'