ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই মোদির সঙ্গে সাক্ষাৎ বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
আজ বৃহস্পতিবার (৮ মে) মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এমন সময়ে এটা হলো, যখন কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
বিশ্বব্যাংক এই ঐতিহাসিক চুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী এবং স্বাক্ষরকারী একটি পক্ষ ছিল। চুক্তি স্থগিতের পর, ভারতের জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় অবস্থিত বাগলিহার বাঁধ দিয়ে চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়।
৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই রানের-অফ-দ্য-রিভার প্রকল্পে সীমিত সময়ের জন্য পানি আটকে রাখার সুযোগ থাকলেও- দীর্ঘসময় ধরে পানি বন্ধ রাখতে হলে বাঁধের উচ্চতা বাড়াতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। ফলে পাকিস্তানের উদ্দেশে এটি ছিল ভারতের একটি কৌশলগত বার্তা।
গতকাল পাকিস্তান ১৫টি শহরে ভারতীয় সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করলে ভারত তা প্রতিহত করে। আজ ভারত পাল্টা জবাবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালায়।
মোদির সঙ্গে সাক্ষাতের পর অজয় বাঙ্গা আগামীকাল উত্তরপ্রদেশ সফর করবেন। তিনি সেখানে বিভিন্ন সভা ও আয়োজনে অংশ নেবেন। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, "প্রধানমন্ত্রী মোদি ও যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যের দ্রুত উন্নয়ন এবং ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বিশ্বজুড়ে আগ্রহ তৈরি করেছে, যা বাঙ্গার সফরের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে।"