‘জিটিএ সিক্স’ মুক্তি পিছিয়ে ২০২৬, দেরির জন্য দুঃখপ্রকাশ রকস্টার গেমসের
নির্ধারিত সময়ের চেয়ে বেশ কয়েক মাস দেরিতে বাজারে আসছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো'র নতুন কিস্তি 'জিটিএ সিক্স'।
গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস শুক্রবার (২ মে) জানায়, জিটিএ সিক্স মুক্তি পাবে ২০২৬ সালের ২৬ মে। এর আগে বলা হয়েছিল, ২০২৫ সালের শরৎকালেই গেমটি উন্মুক্ত করা হবে।
এক বিবৃতিতে রকস্টার জানায়, 'গেমটি আপনাদের প্রত্যাশার চেয়ে দেরিতে আসছে বলে আমরা দুঃখিত। নতুন গ্র্যান্ড থেফট অটো নিয়ে যে আগ্রহ ও উত্তেজনা দেখা গেছে, তা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় অনুপ্রেরণা। গেমটি শেষ করার পথে আপনার ধৈর্য ও সহায়তার জন্য ধন্যবাদ।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা সব সময়ই চেষ্টা করেছি আপনাদের প্রত্যাশার চেয়ে ভালো কিছু দিতে। গ্র্যান্ড থেফট অটো সিক্স-এর ক্ষেত্রেও সেটাই করছি। সেরা মান নিশ্চিত করতে আমরা এ বাড়তি সময় নিচ্ছি—আশা করি আপনারা বুঝতে পারবেন।'
জিটিএ সিক্স হচ্ছে ওপেন ওয়ার্ল্ড ও অ্যাকশন-অ্যাডভেঞ্চারে ভরপুর এ সিরিজটির এক দশকেরও বেশি সময় পর আসা নতুন কিস্তি।
এতে দেখা যাবে 'লুসিয়া' নামের এক নারী চরিত্রকে, যিনি সিরিজের ইতিহাসে প্রথম নারী প্রধান চরিত্র। গেমটির পটভূমি ভাইস সিটি, যা যুক্তরাষ্ট্রের মিয়ামিকে অনুসরণ করে তৈরি। এ জায়গাটি ২০০২ সালে প্রকাশিত গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি গেমেও দেখা গিয়েছিল।
রকস্টারের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ আগে থেকেই গেমপ্রেমী ও বিনিয়োগকারীদের জানিয়ে আসছিল, গেমটি এ শরতেই বাজারে আসবে।
টেক-টু'র সিইও স্ট্রস জেলনিক গত ফেব্রুয়ারিতে ভ্যারাইটিকে বলেন, 'আমরা জিটিএ সিক্স-এর জন্য একটা তুলনামূলকভাবে ছোট সময়সীমা ঘোষণা করেছি। তাই আমাদের মনে হচ্ছে এখনই ঠিক আছে।'
তবে এখনো গেমটির দাম জানায়নি রকস্টার।
গ্র্যান্ড থেফট অটো সিরিজের সর্বশেষ গেম জিটিএ ফাইভ প্রথম প্রকাশিত হয় ২০১৩ সালে। এটি এখনো বিশ্বের অন্যতম বড় লাইভ গেমিং পরিষেবার একটি। গেমটির ২০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে এবং আয় হয়েছে ৮ বিলিয়ন ডলারেরও বেশি।
