শরীফ, জয়শংকরকে রুবিওর ফোন, উত্তেজনা কমানোর অনুরোধ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ।
ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেছেন রুবিও।
রুবিওর ফোন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে রুবিও বলেছেন, পেহেলগামে এতজন পর্যটক ও এক সহিসের মৃত্যুতে তিনি মর্মাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা সবসময় ভারতকে সহযোগিতা করতে দায়বদ্ধ।
তবে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হবে, উত্তেজনা কমাতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রুবিও বলেছেন, তিনি যেন ভারতের সঙ্গে সহযোগিতা করেন। শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন। ভারতের সঙ্গে সরাসরি কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, দুই নেতাই রুবিওকে জানিয়েছেন, তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি। রুবিও শরীফকে বলেছেন, পাকিস্তান যেন তদন্তের কাজে সাহায্য করে।
ভারতের আকাশসীমায় পাক বিমানে নিষেধাজ্ঞা
পাকিস্তান আগেই সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এবারও ভারতও জানিয়ে দিলো, পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না।
ভারতের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আপাতত আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তারপর আবার তা খতিয়ে দেখা হবে। পাকিস্তানে নথিভুক্ত সামরিক, অসামরিক কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না।
পাকিস্তানের বিমানকে কুয়ালালামপুরের মতো শহরে যেতে হলে এখন চীন হয়ে যেতে হবে। তাতে তাদের বাড়তি সময় ও জ্বালানি লাগবে।
ভারত থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানগুলি একই অসুবিধায় পড়ছে। ছয়শটি বিমানকে ঘুরে যেতে হচ্ছে। এর ফলে ভারতীয় বিমানসংস্থাগুলিকে সপ্তাহে ৭৭ কোটি বেশি খরচ করতে হচ্ছে।