‘বাণিজ্য যুদ্ধে হার সবারই’- যুক্তরাষ্ট্রকে বলল চীন

যুক্তরাষ্ট্র শুল্ক হুমকি অব্যাহত রাখলে চীন তা মেনে নেবে না—এমন বার্তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, "চীনের জনগণের ন্যায্য অধিকার হরণ করলে – চীন চুপচাপ বসে থাকবে না। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা জনগণের সমর্থন পাবে না, এবং ব্যর্থতায় শেষ হবে।"
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও কঠোরভাবে জানিয়েছে, "বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না। চাপ, হুমকি ও ব্ল্যাকমেইল—এসব চীনের সঙ্গে সম্পর্ক গড়ার সঠিক পথ নয়," বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান।
তিনি জানান, যদি যুক্তরাষ্ট্র নিজের অবস্থানে অনড় থাকে, তাহলে চীনও শেষ পর্যন্ত প্রতিক্রিয়া জানাবে। তবে আলোচনার দরজা খোলা রয়েছে, তবে তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।
'শেষ পর্যন্ত লড়াই চলবে'
বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধকে কেন্দ্র করে চীন বারবার জানিয়ে এসেছে, তারা "শেষ পর্যন্ত লড়াই করবে।"
আজ (বৃহস্পতিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (পূর্বতন টুইটার) ১৯৫৩ সালে কোরিয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবেক চীনা নেতা মাও সেতুং-এর একটি জ্বালাময়ী ভাষণের ভিডিও শেয়ার করে লেখেন, "আমরা উসকানিকে ভয় পাই না। কখনো পিছু হটব না।"
চীন ও যুক্তরাষ্ট্রের এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে সমাধানে পৌঁছানো সম্ভব, তবে দেশটি এখনো জানে না কীভাবে এগোতে হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রথমে ভিয়েতনাম, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রাধিকার দেবে বলে ট্রাম্পের কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, এই বাণিজ্য উত্তেজনার প্রতিক্রিয়ায়— চীন ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদারে আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক মোকাবিলায় যৌথভাবে কাজ করার জন্য চীনের প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে।