অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতার ওপর ইসরায়েলি বাহিনীর হামলা: ক্ষমা চেয়ে বিবৃতি সংশোধন করল অ্যাকাডেমি

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বাল্লালের প্রতি যথাযথ সমর্থন না দেওয়ার জন্য সমালোচনার মুখে শুক্রবার ক্ষমা চেয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। খবর বিবিসির।
প্রায় ৭০০ ভোটিং সদস্য, যাদের মধ্যে ছিলেন একাধিক এ-লিস্ট অভিনেতা—একাডেমির বিরুদ্ধে অভিযোগ তুলে একটি চিঠিতে স্বাক্ষর করেন। এর প্রতিক্রিয়ায় একাডেমি জানিয়েছে, তারা বাল্লাল ও তার সিনেমার নাম সরাসরি উল্লেখ না করায় অনুতপ্ত।
হামদান বাল্লাল 'নো আদার ল্যান্ড' তথ্যচিত্রের অন্যতম সহ-পরিচালক। চলতি মাসের শুরুতে এটি অস্কার জয় করে।
এই সপ্তাহে বাল্লাল দাবি করেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাকে আক্রমণ করার পর ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হয়। বুধবার একাডেমি এই ঘটনার বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানালেও, তারা বাল্লালের নাম উল্লেখ করেনি। এতে হলিউড মহলে সমালোচনার ঝড় ওঠে।
এরপর একাডেমির বিরুদ্ধে কড়া ভাষায় লেখা একটি চিঠিতে স্বাক্ষর করেন ৭০০-এর বেশি ভোটিং সদস্য। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন মার্ক রাফালো, হাভিয়ের বারদেম, অলিভিয়া কোলম্যান, জোয়াকিন ফিনিক্স, এমা থম্পসন, পেনেলোপে ক্রুজ ও রিচার্ড গিয়ার। এছাড়া পরিচালক জোনাথান গ্লেজার ও এভা ডুভার্নেও এতে সমর্থন জানান।
চিঠিতে বলা হয়, 'একটি সংগঠন যদি মার্চের প্রথম সপ্তাহে কোনো চলচ্চিত্রকে পুরস্কৃত করে, তবে কয়েক সপ্তাহ পর সেই নির্মাতার পাশে না দাঁড়ানো একেবারেই অগ্রহণযোগ্য।'
চিঠিতে আরও উল্লেখ করা হয়, অস্কার পাওয়া কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এটি অর্জন করতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়। বলা হয়, প্রচলিত ব্যয়বহুল প্রচারাভিযান ছাড়াই বাল্লালের সিনেমা এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে।
'বাল্লালের লক্ষ্যবস্তু হওয়া শুধু একজন নির্মাতার ওপর আক্রমণ নয়—এটি তাদেরও আক্রমণ, যারা সত্য প্রকাশ করতে সাহস করে এবং অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরে,' বলা হয় চিঠিতে।
শুক্রবার এক বিবৃতিতে একাডেমি বাল্লালের নাম উল্লেখ করে ক্ষমা চায়।
'আমরা অনুতপ্ত যে, আমরা সরাসরি হামদান বাল্লাল ও তার সিনেমার নাম উল্লেখ করিনি,' বিবৃতিতে জানানো হয়। 'আমরা আন্তরিকভাবে বাল্লাল এবং অন্যান্য শিল্পীদের কাছে ক্ষমা চাই, যারা আমাদের আগের বিবৃতিতে উপেক্ষিত বোধ করেছেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই, একাডেমি বিশ্বের যেকোনো স্থানে এ ধরনের সহিংসতার নিন্দা জানায়।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা যে কোনো পরিস্থিতিতে মতপ্রকাশের স্বাধীনতা দমনের বিরুদ্ধে।'
বাল্লালের সহ-পরিচালক ইউভাল আব্রাহাম জানান, হামলার একদিন পর বাল্লালকে মুক্তি দেওয়া হয়। বসতি স্থাপনকারীদের মারধরের পর তাকে অ্যাম্বুলেন্স থেকে সেনারা নিয়ে যায়।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ওপর 'পাথর নিক্ষেপের' সন্দেহে তিনজন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলিকে আটক করা হয়েছিল।
'নো আদার ল্যান্ড' ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে।