মিয়ানমারে ভূমিকম্প: ৬ অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা

মিয়ানমারে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার।
আজ শুক্রবার টেলিগ্রামে এক বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়, খুব দ্রুতই এ পরিস্থিতি নিয়ে অনুসন্ধান শুরু করবে। সেইসঙ্গে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি উদ্ধার অভিযান পরিচালনা করবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর ১২ মিনিট পরেই ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
মিয়ানমার ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, 'আমরা অনুসন্ধান শুরু করেছি এবং ইয়াঙ্গুনে হতাহত ও ক্ষয়ক্ষতির খোঁজ নিতে ঘুরে দেখছি। এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।'