এলইডি ফেস মাস্ক কি আপনার ত্বকে পরিবর্তন আনতে পারে?

ত্বকের বিভিন্ন রোগের চিকিৎসায় এলইডি প্রযুক্তি ব্যবহার হচ্ছে। যেমন, একজিমা, অল্প (মাইল্ড) থেকে মাঝারি (মডারেট) ব্রণ, সোরিয়াসিস এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাবে সৃষ্ট ত্বকের সমস্যা ইত্যাদি। খবর বিবিসির
বর্তমানে ঘরে বসে ব্যবহারের জন্যও এ প্রযুক্তির চাহিদা বাড়ছে। ফলে এ প্রযুক্তির বাজারও দ্রুত বড় হচ্ছে। ঘরে বসে ব্যবহারের জন্য এখন বাজারে বিভিন্ন ধরনের মাস্ক ও সংশ্লিষ্ট ডিভাইস পাওয়া যায়। আর এগুলোর দাম ৪০ থেকে দেড় হাজার পাউন্ড হয়ে থাকে।
এই প্রযুক্তি আলোক নিঃসরণকারী ডায়োডের (এলইডি) শক্তি ব্যবহার করে ত্বকের কোষকে উদ্দীপিত করে, যা নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের সমস্যা দূর করতে কার্যকর হতে পারে।
এলইডি মাস্ক নির্মাতাদের দাবি, ঘরে বসে ব্যবহার উপযোগী এলইডি মাস্ক ব্রণের দাগ, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বকে সৃষ্ট দাগ ও সূক্ষ্ম বলিরেখা দূর করতে পারে। কিন্তু এ দাবির বৈজ্ঞানিক ভিত্তি কতটা শক্তিশালী, প্রশ্নটা তা নিয়েই।
ধারণা করা হচ্ছে, ২০৩২ সালের মধ্যে বিশ্বব্যাপী এই এলইডি প্রযুক্তির বাজারের মূল্য ৬০০ মিলিয়ন পাউন্ডে পৌঁছাবে।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জোনাথন কেন্টলি ব্যাখ্যা করেন, এলইডি প্রযুক্তি ত্বককে আলোর শক্তি শোষণে সহায়তা করে, যা পরে ফটোবায়োমোডুলেশন (পিবিএম) নামে পরিচিত এক প্রক্রিয়ার মাধ্যমে কোষের পরিবর্তন ঘটায়।
তিনি বলেন, 'এটি ত্বকে কোলাজেন ও ইলাস্টিনের পাশাপাশি নতুন রক্তনালী ও ত্বকের কোষ গঠনে সহায়তা করে।'
উল্লেখ্য, কোলাজেন হলো মানবশরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। ইলাস্টিনও একজাতীয় প্রোটিন।
পিবিএম ব্রণের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। কারণ এটি ত্বকের প্রদাহ ও তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে। তবে পিবিএম-এর কার্যকারিতা পুরোপুরি বোঝার জন্য আরও ক্লিনিক্যাল গবেষণা প্রয়োজন।
এলইডি প্রযুক্তি কোষের পুনর্জন্মে সহায়ক কি-না, তা বোঝার জন্য ১৯৯০-এর দশকে নাসা এটি নিয়ে গবেষণা শুরু করে। এরপর থেকে বহু বছর ধরে চর্মরোগ বিশেষজ্ঞরা ত্বকের চিকিৎসায় বিভিন্ন ধরনের মেডিকেল ডিভাইস ব্যবহার করে আসছেন। তবে ত্বকের চিকিৎসায় ঘরে বসে ব্যবহারের মাস্ক বাজারে এসেছে মাত্র পাঁচ বছর হলো। এটি মেডিকেল ডিভাইসগুলোর তুলনায় দামেও সস্তা।

মেডিকেল ডিভাইস ও ঘরে ব্যবহারের মাস্কের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে প্রধান প্রধান পার্থক্য এলইডির শক্তিতে, বাল্বের সংখ্যায় এবং ব্যবহারের সময় বাল্বগুলো ত্বকের কতটা কাছাকাছি থাকছে, এসব জায়গায়।
চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জাস্টিন ক্লুক বলেন, 'ঘরে বসে এলইডি মাস্ক ব্যবহারের মাধ্যমে চিকিৎসা মেডিকেল ডিভাইসের মাধ্যমে নেওয়া চিকিৎসার সমান কি-না, তা নিয়ে এখন পর্যন্ত কেউ গবেষণা করেছে বলে আমার মনে হয় না। তাছাড়া দীর্ঘমেয়াদে এগুলোর কার্যকারিতা পরীক্ষা করার মতো যথেষ্ট গবেষণাও নেই।'
তিনি আরও বলেন, 'তাই আমার মনে হয়, এই মাস্ক ব্যবহারের ফলে যে উপকার পাওয়া যায়, তা খুবই সীমিত।'
বর্তমানে বিশ্বব্যাপী প্রসাধনী শিল্পে বিক্রয়ের প্রায় অর্ধেকই দখল করে আছে স্কিনকেয়ার পণ্য। আগামী বছর এ পণ্যের বাজার বিভিন্ন ধরনের সুগন্ধি ও চুলের যত্নে ব্যবহৃত পণ্যের বাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষ করে, জেনারেশন জেড (যাদের জন্ম ১৯৯৫ থেকে ২০০৯ সালের মধ্যে) ও জেনারেশন আলফা (যাদের জন্ম ২০১০ সালের পর) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্কিনকেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠছে।
ডা. ক্লুক বলেন, 'কোভিড-১৯ মহামারির পর থেকে ঘরে বসে স্কিনকেয়ার ও চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।'
তিনি আরও বলেন, 'অনেকেই সোশ্যাল মিডিয়ায় এলইডি মাস্ক পরে টিভি দেখার ছবি ও ভিডিও শেয়ার করছেন, যা মানুষের কৌতূহল বাড়াচ্ছে।'
টিকটকের মতো প্ল্যাটফর্মে এলইডি মাস্ক সম্পর্কিত অসংখ্য ভিডিও রয়েছে, যেখানে ব্যবহারকারীরা মাস্ক ব্যবহারের পর তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
২৯ বছর বয়সি স্কিনকেয়ার কন্টেন্ট নির্মাতা নাটালি ও'নিল বলেন, 'আমি কৌতূহলবশত মাস্ক ব্যবহার শুরু করি। এটা বোঝার জন্য যে আসলেই এতে কোনো পার্থক্য তৈরি হয় কি-না তা দেখতে। তবে ব্রণের মতো ত্বকের কোনো সমস্যার চিকিৎসায় ব্যবহার করিনি।'
তিনি বলেন, 'কয়েক সপ্তাহ ব্যবহারের পর ত্বকে পরিবর্তন লক্ষ্য করি। আমার মনে হয়েছে এটি ব্রণ প্রতিরোধে বেশ কার্যকর।'
কারেন্টবডি কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) লরেন্স নিউম্যান বলেন, 'আমরা দেখেছি, লোকেরা মাত্র ১০ মিনিট মাস্ক ব্যবহারেই তাৎক্ষণিক উজ্জ্বলতা পাচ্ছে।'
তিনি বলেন, 'বিশেষত নারীরা বোটক্স বা ফিলার ছাড়া ত্বক উজ্জ্বল রাখার বিকল্প খুঁজছেন। আর এলইডি মাস্ককে এক্ষেত্রে আকর্ষণীয় সমাধান হিসেবে দেখা হচ্ছে।'
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বাড়ির ব্যবহারের মাস্ক ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত এলইডি ডিভাইসের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
ডা. কেন্টলি বলেন, 'পিবিএম প্রযুক্তি সাধারণত নিরাপদ। তবে এলইডির কার্যকারিতা পুরোপুরি বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।'
ডা. ক্লুক বলেন, 'আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না, তবে সবাইকে বুঝতে হবে। এটি এমন একটি প্রযুক্তি, যা ভালো স্কিনকেয়ার রুটিনকে সহায়তা করতে পারে। তবে কেবল এ প্রযুক্তি ত্বকের কোনো সমস্যার স্থায়ী সমাধানের জন্য যথেষ্ট নাও হতে পারে।'