যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার ‘সম্ভাবনা খুবই কম’: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণের মুখে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকতে পারবে না তাঁর দেশ।
তিনি বলেন, 'সেক্ষেত্রে টিকে থাকা হবে খুব, খুব কঠিন। সব ধরনের কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার একটা সুযোগ থাকে অবশ্যই। কিন্তু, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া আমাদের সেই সুযোগ খুবই কম থাকবে।'
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ফোনালাপের পর ঘোষণা করেছেন যে, অচিরেই ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে রশিয়ার সঙ্গে আলোচনা শুরু হবে। এরপরেই এনবিসি জেলেনস্কির এই সাক্ষাৎকার নিয়েছে।
আগামীকাল রোববার পুরো সাক্ষাৎকারটি প্রকাশের আগে আজ তার সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে।
এনবিসিকে জেলেনস্কি বলেন, আমরা কৌশলগত অংশীদার থাকব না— এমনটা ভাবতেও চাই না। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চান না, তিনি সাময়িক যুদ্ধবিরতি চাইছেন— যার আওতায়, রাশিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই সুযোগে সামরিক শক্তি আবারো পুনর্গঠন করে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়বে রাশিয়া।
এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেন সামরিকভাবে দুর্বল হয়ে পড়বে, এবং রাশিয়ার পরবর্তী আক্রমণের সময় আরও বেশি ঝুঁকিতে থাকবে বলে মনে করছেন তিনি।