তারেক রহমানের সাথে দেখা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-সহ ৭ রাজনৈতিক দলের নেতারা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ ৭টি রাজনৈতিক দলের নেতারা।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আলাদা আলাদাভাবে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নিজ নিজ দলের নেতৃত্ব দেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।
অন্য নেতাদের মধ্যে ছিলেন আমজনতার মিয়া মসিউজ্জামান, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির ইসমাইল হোসেন সম্রাট, নেজামে ইসলাম পার্টির একেএম আশরাফুল হক ও গণতান্ত্রিক বাম ঐক্যের হারুন চৌধুরী।
পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নেতারা তারেক রহমানের সঙ্গে দেখা করেন। সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
