গুলশানে বাসার ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার মিমি (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে কালাচাঁদপুর বড় মসজিদের পাশের একটি বাসা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
রোববার (১৮ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে মিমির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত মিমির গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। কালাচাঁদপুর এলাকার ওই বাসায় একটি কক্ষ নিয়ে সাবলেট থাকতেন। বাসার অন্য আরেকটি কক্ষে নুসরাত নামের এক নারী থাকতেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মিমিকে ফোনে না পেয়ে তার বোন ওই বাসায় যান। সেখানে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।'
হত্যার ধরন ও সময় সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা জানান, 'ওই তরুণীর গলায় কাটা জখম ছিল এবং মাথায় কোপের দাগ ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, গত শুক্রবার দুপুর থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।'
পুলিশ আরও জানায়, নিহত মিমির বিবাহবিচ্ছেদ হয়েছিল। তার পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে, যে গ্রামের বাড়িতে নানীর কাছে থাকতো। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
