কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের সালেহ আহমেদ ও দেলোয়ার হোসেন নয়ন।
জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
তিনি বলেন, 'সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া জানান, 'গত চারদিন ধরে বিবাদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। শুক্রবার সকালেও তাদের বারণ করেছি, যেন সংঘাতে না জড়ায়। কিন্তু তারা আমার কথা শোনেনি।'
প্রসঙ্গত, গত বছরের ৩ আগস্ট আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে সিএনজি অটোরিকশায় করে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে ওই এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাটি স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তার রেশ থেকে যায়।
