১১ দলের নির্বাচনী জোট এখনো ঠিক আছে: এহসানুল মাহবুব জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ১১ দলের নির্বাচনী জোট এখনো ঠিক আছে এবং এতে কোনো সমস্যা নেই। বুধবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সব দলের পক্ষ থেকে সৌহার্দ্য ও আন্তরিকতা বজায় রেখে আসন সমঝোতার আলোচনা চলমান রয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, 'বর্তমানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা চলছে। দু-এক দিনের মধ্যেই আসন সমঝোতা ফাইনাল হবে এবং যথাযথ সময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'
বুধবার রাতে জামায়াতের আমীরের সাথে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিট-এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আসন সমঝোতায় কিছুটা দেরি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বাস্তবিক বিষয়। জোটে নতুন করে ৩টি দল যোগ দেওয়ার পর সমঝোতা প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তিনি বলেন, 'এখনো তো সময় শেষ হয়ে যায়নি। কিছু আসনে আপিল শুনানি চলছে এবং নির্বাচনী প্রক্রিয়ার এখনো অনেক ধাপ বাকি আছে।'
