আপিল শুনানিতে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
পরবর্তীতে প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেন তিনি।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল আবেদনের শুনানিতে তার মনোনয়ন বৈধ হয়েছে।
তাসনীম জারা বলেন, 'গত এক সপ্তাহ বেশ বড় জার্নির মধ্যে গিয়েছি। দেশে-বিদেশে অনেকে শুভ কামনা জানিয়েছেন। অনেকে প্রার্থীতা বাতিল হওয়ার পরে হতাশ হয়েছিলেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
তিনি বলেন, 'আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেব। আমাদের পছন্দের মার্কা, ফুটবল মার্কা'
