মোহাম্মদপুরে বিড়ালকে পিটিয়ে হত্যা: মামলার শুনানি পিছিয়ে ২৫ জানুয়ারি
রাজধানীর মোহাম্মদপুরে পোষা বিড়াল পিটিয়ে ও লাথি মেরে হত্যার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুর আত্মপক্ষ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই দিন ঠিক করেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ মামলাটিতে আসামি পক্ষের আত্মপক্ষ শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা শুনানির প্রস্তুতির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এবং শেষবারের মতো সুযোগ দিয়ে ২৫ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ ডিসেম্বর মামলাটিতে মোট চারজনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সাক্ষ্য প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
মামলার বিবরণী থেকে জানা গেছে, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের একটি বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নবম তলার বাসিন্দা আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো এলোপাতাড়ি লাথি মারছেন। একপর্যায়ে বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকলেও তিনি পা দিয়ে পিষ্ট করে বিড়ালটির মৃত্যু নিশ্চিত করেন।
এই নৃশংস ঘটনায় গত বছরের ৫ ফেব্রুয়ারি 'পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার'-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা দায়ের করেন। আদালত জবানবন্দি রেকর্ড করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
বিড়ালটির ওপর নিষ্ঠুর নির্যাতনের সিসিটিভি ফুটেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেসময় প্রাণিপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
