ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড়: আসিফ নজরুল
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে দেশের মর্যাদার বিনিময়ে খেলতে চায় না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটারদের নিরাপত্তা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপস নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, 'আইসিসির চিঠি পড়ে মনে হয়েছে তারা ভারতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বুঝতে সক্ষম হয়নি। ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।' তিনি জানান, অপর আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ।
উল্লেখ্য, ২০২৬ আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা। পরে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা। পরে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গত রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বোর্ড।
