অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দিন
অন্তর্বর্তী সরকারের আমলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সরকারের আমলে তৃতীয় টার্মিনাল চালু করা হবে কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'না, এ সরকারের মেয়াদে চালু করতে পারব না। তৃতীয় টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণপণ চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে আলোচনা করেছি। আমরা দর কষাকষি করেছি। আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের প্রচেষ্টা সফল হয়নি।'
তিনি বলেন, 'বর্তমানে টার্মিনাল কমিশনিংয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াগত শর্ত পূরণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার উদ্যোগ চলছে। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।'
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
