নির্বাচন নিয়ে সব আশঙ্কা ভুল প্রমাণ করা হবে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
আসন্ন নির্বাচন নিয়ে জনমনে থাকা সব আশঙ্কা ভুল প্রমাণ করে প্রশাসন সঠিক ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, 'প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং এজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।'
সোমবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণামূলক 'ভোটের গাড়ি'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, 'আমরা চাই গোটা দেশে উৎসবমুখর পরিবেশে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমাদের সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে, দেশের ক্ষমতা জনগণের হাতে। অনেকে নির্বাচন নিয়ে নানা কথা ও আশঙ্কা প্রকাশ করছেন। আমি আজ কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেছি। সব আশঙ্কা ভুল প্রমাণ করে তাদের সঠিক ও নিরপেক্ষভাবে নির্বাচন করার নির্দেশনা দিয়েছি।'
উপদেষ্টা আরও বলেন, প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
এর আগে সকালে তিনি কুমিল্লা সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। পরে কুমিল্লা টাউন হলে 'ভোটের গাড়ি'র উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
