এনইআইআর চালুর প্রতিবাদে রাজধানীর ফার্মগেট–কারওয়ান বাজার অবরোধ মোবাইল ফোন ব্যবসায়ীদের
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর বিরোধিতাসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী শাটডাউনের মধ্যে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
আজ রোববার (৪ জানুয়ারি) সকালে দেশজুড়ে তাদের কর্মসূচির অংশ হিসেবে মোবাইল ফোনের দোকান মালিকরা এই অবরোধ শুরু করেন।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা জানান, অবরোধ শুরুর সময় পুলিশ ৬-৭ জনকে আটক করেছে। তিনি বলেন, "আমরা অবরোধ চালিয়ে যাব। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব।"
সকাল সাড়ে ১১টার দিকে সোনারগাঁও মোড় এলাকায় বিক্ষোভকারীদের ব্যানার হাতে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এ সময় তারা এনইআইআর প্রত্যাহারের দাবি জানিয়ে। বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন।
এ সময় আশপাশের এলাকায় মোতায়েন থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।
পরে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে জড়ো হন।
অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক ও মোড়ে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে শনিবার ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। তখন শামীম মোল্লা জানান, আন্দোলনের অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
