জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন আহমদ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সত্যিকার গণতান্ত্রিক সরকার গঠিত হোক এটাই গণমানুষের প্রত্যাশা এবং শহীদের রক্তের আকাঙ্ক্ষা।'
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, 'ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকতে হবে। একইসঙ্গে নির্বাচন কমিশন ও সরকারকে সবার জন্য সমান সুযোগ বা 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করার আহ্বান জানাই।'
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নিতে শুক্রবার দুপুরে এক দিনের সফরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান এই বর্ষীয়ান নেতা। বিমানবন্দর থেকে সরাসরি শহরের নুনিয়ারছড়াস্থ একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এরপর তিনি সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া 'দৈনিক আমার দেশ' পত্রিকার কক্সবাজার স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশুপুত্র রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত সাংবাদিকের বাসভবনে গিয়ে স্বজনদের সমবেদনা জানান সালাহউদ্দিন আহমদ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিনে কক্সবাজার-১ ও কক্সবাজার-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ৫ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
এই আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও আরও যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমীর আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সালাহউদ্দিন আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার নিজ নির্বাচনী এলাকা পেকুয়াস্থ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
