শরীয়তপুরে পল্লী চিকিৎসকের ওপর নৃশংস হামলা; ছুরিকাঘাতের পর গায়ে পেট্রোল ঢেলে আগুন
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এক পল্লী চিকিৎসকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছে পরিবারের।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে কানেশ্বর ইউনিয়নের কেওড়ভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খোকন চন্দ্র (৪৫) পেশায় একজন গ্রাম্য চিকিৎসক; ওই এলাকায় তার একটি নিজস্ব ফার্মেসি রয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা খোকন চন্দ্রের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি গুরুতর জখম হলে তারা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার মুখমণ্ডল ও ডান হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।
স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। প্রকাশ্যে এমন নৃশংস হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
