মনোনয়নপত্র জমা দিলেন শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুল
ফরিদপুর-২ (নগরকান্দা -সালথা) ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের কাছে শহিদুল ইসলাম বাবুল ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে শামা ওবায়েদ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় শামা ওবায়েদ ইসলামের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার প্রমুখ।
শহিদুল ইসলামের বাবুলের সাথে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, জেল বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা প্রমুখ।
