জামায়াতের জোটে এবার এনসিপি, অলি আহমদের এলডিপি
জামায়াতে ইসলামীসহ আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জোটের পরিধি বৃদ্ধির বিষয়ে জামায়াতের আমির বলেন, 'জাতীয় জীবনের একটি কঠিন বাকে প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় ও ইনসাফের ওপর ভিত্তি করে সমাজ গঠনের জন্য ৮টি দলের সাথে আরও দুটি দল যোগ দিয়েছে। একটি এলডিপি ও অন্যটি এনসিপি।'
নির্বাচনে আসন বণ্টন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আসন সমঝোতা প্রায় শেষ। মনোনয়ন জমা দেওয়ার পর বাকিটা শেষ হবে। এ ব্যাপারে আমরা আশাবাদী।
তিনি আরও উল্লেখ করেন, আরও বেশ কিছু দল তাদের এই সমঝোতায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে কৌশলগত কারণে সেটি সম্ভব হচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ।
