ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার পর তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম আবদুর সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সংবাদ সংস্থা ইউএনবিকে জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন—বগুড়া-৬ ও ঢাকা-১৭—থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি বলেন, "আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই আসন থেকে নির্বাচনে অংশ নেবেন; বগুড়া-৬ এবং ঢাকা-১৭। এটি দলের সিদ্ধান্ত।"
ঢাকা-১৭ আসনে বিএনপির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ প্রার্থী হচ্ছেন—এমন প্রচারণা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, পার্থ ওই আসন থেকে নির্বাচন করবেন না।
তিনি বলেন, "তিনি তার নিজ এলাকা ভোলা-১ আসন থেকে নিজ দলের নির্বাচনী প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।"
