হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাদি হত্যার বিচার দাবির পাশাপাশি আধিপত্যবাদ বিরোধী ও আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
এ সময় 'হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে', 'আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব', 'আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও' এবং 'রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন' স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, 'যে সরকার তিন সপ্তাহ হয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি, সেই সরকার পুরোপুরিভাবে ব্যর্থ।'
তিনি আরও বলেন, 'আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারও করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেওয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।'
ইনকিলাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, 'শহীদ হাদির আদর্শ কোনো দলীয় আদর্শ নয়। হাদির উত্তরসূরি হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে এই সংগ্রামের ধারাবাহিকতা আমরা বজায় রাখব।'
সমাবেশে আরও বক্তব্য রাখেন তৌফিক ইমরোজ, এস এম শহিদ, আল মামুন প্রমুখ। বক্তারা রক্ত দিয়ে গড়া হাদির প্রেরণার মিনারকে উচ্চকিত রাখার দীপ্ত ঘোষণা দেন।
