এভাবে চললে শুধু সংবাদমাধ্যম নয়, পুরো সমাজই ধ্বংস হয়ে যাবে: ডেইলি স্টার, প্রথম আলোয় হামলা প্রসঙ্গে নূরুল কবীর
এভাবে চলতে থাকলে শুধু সংবাদমাধ্যম নয়, পুরো সমাজ ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নিউ এজ সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি নুরুল কবির।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত 'মব ভায়োলেন্স' বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি বলেন, "অফিসে আগুন দেওয়ার সময় হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। একই সঙ্গে তারা ফায়ার সার্ভিসের কার্যক্রমেও বাধা দেয়।"
তিনি বলেন, "আমরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে শুধু সংবাদপত্র নয়, পুরো সমাজ ব্যবস্থা, উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে।"
নূরুল কবীর আরও বলেন, "আমরা সাহস করে নিজেদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য নিজ নিজ অবস্থান থেকে লড়াই করছি। এ জায়গায় এসে আমরা আপনাদের সহানুভূতি, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।"
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, "এই লড়াই শুধু আমাদের নয়, আপনাদেরও। সে ব্যাপারে সমর্থনের জ্ঞাপনে এবং অনুরোধ করতেই আপনাদের আমরা ডেকেছি।"
তিনি আরও বলেন, "আমরা আশা করি, সবাই যেন কথা বলতে পারি। মানুষকে দেখানো দরকার, রাষ্ট্রকে দেখানো দরকার, অগণতান্ত্রিক শক্তিকেও দেখানো দরকার—গণতন্ত্রের বিকাশ ও গণমাধ্যম প্রতিষ্ঠানের স্বার্থে এ দেশের চিন্তাশীল ও সকল পেশাজীবী মানুষ সংঘবদ্ধ আছেন।
