রাজধানীর পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় ৩ রিভলবার ও ৭৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
রাজধানীর পল্লবী থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলবার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টায় মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
পল্লবী থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বরের ছয় তলা বিশিষ্ট পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনটি রিভলবার, ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলবারের কাভার, একটি চাপাতি ও দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মূল রহস্য উন্মোচনের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
