নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবে গেছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে নৌ পুলিশ।
নারায়ণগঞ্জের ফতুল্লা অংশে বুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীবাহী লঞ্চের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা স্টাফদের নদীতে ঝাঁপ দিতে দেখা যায়।
নৌ পুলিশের এক কর্মকর্তা জানান, সদরঘাট থেকে ভোলাগামী বোগদাদিয়া-১৩ লঞ্চটি বুড়িগঙ্গার ফতুল্লা অংশে পৌঁছালে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাল্কহেডটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শেখ সাদ্দাম বলেন, "নদী পারাপারের সময় আমি দুর্ঘটনাটি দেখি। তখনই মুঠোফোনে ভিডিও ধারণ করি।"
