টাকার বিনিময়ে ক্ষমতাচ্যুতদের পালাতে সহায়তাকারীদের ভোট দেবেন না: দুদক চেয়ারম্যান
টাকার বিনিময়ে যারা ক্ষমতাচ্যুত নেতাদের দেশ ছেড়ে পালাতে সাহায্য করেছেন, আগামী নির্বাচনে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি সতর্ক করে বলেন, দেশ শাসনের জন্য দুঃশাসক, চাঁদাবাজ ও সন্ত্রাসী নির্বাচিত করলে উন্নত দেশ পাওয়া কঠিন হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে দুদক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, 'ভোট হলে শতভাগ লোক দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, তারপরও দুর্নীতি দূর করা কঠিন। আগামী নির্বাচন পরবর্তী শাসন করার জন্য দুঃশাসক, চাঁদাবাজ, সন্ত্রাসী রাখলে উন্নত দেশ পাওয়া কঠিন। ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় টাকার বিনিময়ে যারা তাদের সহযোগিতা করেছে, তাদের ভোট দেবেন না।'
বিগত সময়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চ্যালেঞ্জ তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন, 'গত ১৫ বছরে যেসব দেশে টাকা পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে দুদকের কোনো যোগাযোগ নেই। এসব টাকা ফিরিয়ে আনার জন্য ওই সব দেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।'
অনুষ্ঠানে দুদকের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, 'টাকা একবার চুরি হয়ে গেলে তা উদ্ধার করা দুরূহ। এ কারণে আগেই সচেতন হতে হবে।' সরকারি সব প্রকল্পের বিস্তারিত তথ্য অনলাইনে প্রকাশ করার ওপর জোর দেন তিনি।
হাফিজ আহসান ফরিদ বলেন, 'সরকারি প্রকল্পের কোনো তথ্য হালনাগাদ (আপডেট) হলেও তা জনগণকে জানাতে হবে। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধে বিদেশি মডেল কাজ করবে না, বরং নিজেদের মডেল তৈরি করতে হবে।'
