এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি, ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারে সম্মতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামনে থেকে চলমান অবরোধ ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইল ফোন মার্কেট বন্ধ থাকবে।
রবিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
তিনি জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি)- প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ব্যবসায়ীরা আশাপ্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'বিটিআরসির সঙ্গে দুই দফায় বৈঠক শেষে কমিশন প্রস্তাবিত এনইআইআর সংস্কারে রাজি হয়েছে। আমরা কাল থেকে আন্দোলন স্থগিত করেছি। তবে শাট ডাউন কর্মসূচি চলবে।'
তিনি আরও বলেন, '৯ ডিসেম্বর কমিশনের সঙ্গে আবার বৈঠক রয়েছে। তখন হয়তো ফাইনাল সিদ্ধান্তে পৌঁছানো যাবে।'
