এনইআইআর পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী
গতকাল (১ জানুয়ারি) চালু হওয়ার পর আজই বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট অ্যান্ড আইডেন্টিটি রেজিস্ট্রেশন (এনইআইআর) পোর্টালে ঢুকতে পারছেন না অনেক ব্যবহারকারী।
নিজের ব্যবহৃত হ্যান্ডসেটটি বিটিআরসির সিস্টেমে যুক্ত কি না, তা চেক করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও পারছেন না অনেক মোবাইল ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিআরসির ওয়েবসাইট শেয়ার করছেন অনেকে।
কেউ কেউ অ্যাকসেস পেলেও তথ্যে গরমিল পাচ্ছেন। এক জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বহুসংখ্যক হ্যান্ডসেট রেজিস্টারড দেখাচ্ছে।
জানতে চাইলে প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, 'নতুন চালু হওয়ায় কিছু ইস্যু এসেছে। এগুলো সলভ করতে কাজ করছে বিটিআরসি। একসঙ্গে অনেক মানুষ ট্রাই করায় অ্যাকসেস রিলেটেড ইস্যু আসছে। দ্রুতই সমাধান হবে। তবে তিন মাসের মধ্যে কারো ফোনই বন্ধ হবে না।'
বেলা ১২টা ১৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এনআইআর পোর্টালে প্রবেশ করা যাচ্ছিল না।
