শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার হোসেন
শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেছেন, 'শেখ হাসিনার সব অপকর্মকে ভারত সাফাই দিয়েছে। পাতানো নির্বাচন, ডামি নির্বাচন, রাতের নির্বাচনে ভারতের সরাসরি মদদ ছিল। আমরা খুনি হাসিনাকে অতিদ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানাই। নতুন বাংলাদেশের সাথে সম্পর্ক গড়তে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এটা শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না।'
আজ শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে পেশাজীবীদের সংগঠন 'ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের'আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক অনুষ্ঠানে বলেছেন, ''শেখ হাসিনা 'নির্দিষ্ট পরিস্থিতিতে' ভারতে এসেছেন এবং তিনি কতদিন ভারতে থাকবেন—এটা পুরোই তার নিজের সিদ্ধান্ত।''
'নির্দিষ্ট পরিস্থিতিতে' ভারতে এসেছেন হাসিনা—কত দিন থাকবেন, সে সিদ্ধান্ত তাকেই নিতে হবে: জয়শঙ্কর
জামায়াতে ইসলামী ও বিএনপিকে উদ্দেশ্য করে আখতার অভিযোগ করে বলেন, 'গণ-অভ্যুত্থানের পর আশা করেছিলাম বিএনপি ও জামায়াত নতুন রাজনীতির প্রতিশ্রুতি দেবে। কিন্তু তারা নির্বাচনের আগেই অস্ত্রের মহড়া দেখাচ্ছে। তারা ভুলে গেছে চব্বিশে সব বাহিনীর অস্ত্রের মুখেও জনগণ হাসিনাকে পালাতে বাধ্য করেছে।'
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট উভয় সেক্টরেই দলীয় দাস, ঘুষ ও দুর্নীতি ছিল চাকরি পাওয়ার শর্ত। পুরো দেশ গত ৫৩ বছরেই দলীয় হয়ে ছিল।
তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রাইভেট সেক্টরে শুক্রবার ও শনিবার ছুটির ব্যবস্থা করব।
এনসিপির এই নেতা বলেন, আমরা কোনো দলের কাছে সিট সমঝোতার জন্য যাব না। আমরা একলা চলব, আত্মমর্যাদার সাথে। সিট বণ্টনের রাজনীতি আর বাংলাদেশে চলবে না। ছোট দলগুলো এক বছর ওদের সাথে ঘুরেছে, এখন সিট না পেয়ে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে।
ভারত সরকারকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন বলেন, 'আমাদের নির্বাচনে ডিস্টার্ব করবেন না। এখানে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। আমরা এখন কিছু বলছি না। ডিস্টার্ব করলে তাদের লেজ গুটিয়ে পালাতে বাধ্য করব ব্রিটিশদের মতো।'
