খালেদা জিয়াকে দেখে বাবার বাড়িতে জুবাইদা রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডির পৈতৃক নিবাস 'মাহবুব ভবনে' পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ধানমন্ডিতে বাবার বাসায় পৌঁছান। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডা. জুবাইদা রহমান।
লন্ডন থেকে শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দর থেকে বের হয়েই শাশুড়িকে দেখতে সরাসরি এভারকেয়ার হাসপাতালে ছুটে যান জুবাইদা রহমান।
