নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনা চুক্তি নিয়ে হাইকোর্টে দ্বিধাবিভক্ত রায়
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব এই চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছেন। অন্যদিকে, একই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার প্রক্রিয়াটিকে বৈধ বলে রায় দিয়েছেন।
দুই বিচারপতির ভিন্নধর্মী রায়ের ফলে বিষয়টি এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির জন্য হাইকোর্টের আরেকটি বেঞ্চ গঠন করে দেবেন।
হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক সাংবাদিকদের বলেন, 'এই রায়ের ফলে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি যে প্রক্রিয়া চলমান রয়েছে এটি চলতে কোন আইনি বাধা নেই।'
তবে রিটের পক্ষে জেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, 'এই রায়ের ফলে সংযুক্ত আরব আমিরাত-কেন্দ্রিক ডিপি ওয়ার্ল্ডের সাথে নিউমুরিং পোর্টের কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে, সরকার এটি নিয়ে এগোতে পারবে না। এই রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।'
তিনি বলেন, এখন এই রিটটি নিষ্পত্তি করতে প্রধান বিচারপতি একটি বৃহৎ বেঞ্চ গঠন করবেন। সেখানে এই রিট নিষ্পত্তির ওপর নির্ভর করছে এই চুক্তির প্রক্রিয়া চলমান থাকবে কি না।
