একই দিনে গণভোট-নির্বাচন চ্যালেঞ্জের, এটা জনগণ বুঝলেও সরকার ও বিএনপি বোঝেনি: রাশেদ প্রধান
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট যে চ্যালেঞ্জের, সেটা জনগণ বুঝলেও অন্তর্বর্তী সরকার ও বিএনপি বোঝেনি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেছেন, 'নির্বাচনের দিন গণভোটের নজির ইতিহাসে নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, একই দিনে গণভোট ও নির্বাচন চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবেন, তারা বুঝে গেছেন, কিন্তু বিএনপি বোঝেনি। জনগণ বুঝে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার বোঝে নাই।'
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এ আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। এতে ৮ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
একটি দলকে 'চান্দা পার্টি' উল্লেখ করে রাশেদ প্রধান বলেন, 'চান্দা পার্টি পোস্টার ছিঁড়ছে। তারা ৮ দলের নেতাদের পোস্টার ছিঁড়তে পারে, কিন্তু মানুষের মন থেকে মুছতে পারবে না। নির্বাচনী প্রচারণায় বুলেট মারা হচ্ছে। জনগণ বুলেটের জবাব ব্যালটে দেবে।'
তিনি আরও বলেন, 'অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে চিনেছে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তার গণহত্যার বৈধতা দেওয়া জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা হয়নি। অবিলম্বে ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।'
