চট্টগ্রামে বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত একটি বিপন্ন প্রজাতির ঈগল উদ্ধার করেছে বন বিভাগ।
গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার উত্তর ছদাহা এলাকা থেকে পলাশ মেছো জাতের ঈগলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে একটি পুকুরে ঈগলটি মাছ শিকার করতে গিয়ে পুকুরের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে ঈগলটি পুকুরে পড়ে যায়। আহত ঈগলটি দেখতে পেয়ে স্থানীয় এক যুবক বন বিভাগকে খবর দিলে তারা সেটি উদ্ধার করে নিয়ে আসে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান জানান, পাখিটিকে উদ্ধারের পর ডুলাহাজারা সাফারী পার্কে চিকিৎসা দেওয়া হচ্ছে। পায়ে অনেক আঘাত পেয়েছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, 'এটি একটি বিপন্ন প্রজাতির পাখি। উদ্ধার হওয়া ইগলটির পায়ে গভীর ক্ষত রয়েছে। সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে ঈগল উদ্ধার করে ডুলাহাজারা সাফারী পার্কে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।'
তিনি আরও জানান, 'পলাশ মেছো ঈগল একটি বিপন্ন প্রজাতির পাখি। বর্তমানে আবাস্থল ও খাদ্যসংকটের কারণে এই প্রজাতির ঈগল হারিয়ে যাচ্ছে।'
