নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে নির্বাচনের মাধ্যমে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ এবং পুরো বিশ্ব এ সিগন্যালটা পাবে যে দেশ আসলে স্থিতিশীল হবে কি না।
তিনি আরও বলেন, 'আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনটা খুবই পিসফুলি করা ও এ ট্রানজিশনটা ঘটানো। যদি আমরা এটা পিসফুলি করতে না পারি, অস্থিতিশীলতা কিন্তু থেকে যাবে।'
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে 'অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা ও রাজনৈতিক অঙ্গীকার' শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'চব্বিশের গণঅভ্যুত্থানের পেছনে জনগণ এবং বিশেষত তরুণরা যে রাজপথে নেমে এসেছিল, কোন অর্থনৈতিক অনুপ্রেরণা এবং আকাঙ্ক্ষা এবং লক্ষ্যের ভিত্তিতে তারা নেমে এসেছিল? আমরা যদি এর অনুসন্ধান করতে পারি এবং সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, তাহলে পরবর্তী ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের যে অর্থনৈতিক সংস্কারের কাজ- সেটা আমরা সম্পন্ন করতে পারব।'
নাহিদ ইসলাম বলেন, 'ফ্যাসিবাদী সময়ে যে অর্থনৈতিক বন্দোবস্ত- যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজের অলিগার্ক মাফিয়া শ্রেণি তৈরি করেছে এবং যার মাধ্যমে সমাজের বিশেষত তরুণ সমাজ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। তরুণরা যখন পড়াশোনা শেষ করেন তখন তারা দেখেন যে, তাদের জন্য উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই।'
