দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভারকেয়ারে বিএনপি নেতা-কর্মীদের ভিড়
দলের নির্দেশনা অমান্য করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপি নেতা-কর্মীরা। গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন। তার খোঁজখবর নিতে প্রতিদিন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ সেখানে ছুটে আসছেন।
শনিবার (২৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'দেশনেত্রীর প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এ সমাগম তৈরি হয়েছে। তবে এ ভিড়ের কারণে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশনেত্রীসহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সে কারণে নেতা-কর্মীদের ভিড় না করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।'
দলীয় এ আহ্বানের পরও এভারকেয়ার হাসপাতালে নেতা-কর্মীদের উপস্থিতি কমছে না বরং প্রতিনিয়ত বাড়ছে। সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেলের দিকে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। দলের নেতা-কর্মী, সমর্থক ছাড়াও বহু উৎসুক মানুষও সেখানে ভিড় করছেন। এতে হাসপাতাল এলাকার আশপাশে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালালেও জনসমাগম কমার কোনো লক্ষণ নেই।
