নির্বাচনের আগে ৬৪ জেলা পুলিশ সুপার পদে রদবদল করে প্রজ্ঞাপন জারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। ১৩ জনকে প্রত্যাহার এবং ৫১ জনকে রদবদল করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারি করে পুলিশ সুপারদের পোস্টিং ঠিক করা হয়।
লটারি অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ করাই ছিল সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, 'পদায়ন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে কারণে উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ লটারির মাধ্যমেই এসপি নির্বাচন করা হয়েছে। খুব দ্রুত তাদের পদায়নের প্রক্রিয়া শুরু হবে।'
গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২ ঘণ্টার বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সে আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হয়।
