ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম সফল হয়নি: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের চালু করা ইন্টারঅপারেবল সিস্টেম সফল হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, সিস্টেমটি চালু হলেও এখনো অনেক প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করেনি।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে 'ইনস্ট্যান্ট পেমেন্ট ইন বাংলাদেশ: আনভেইলিং ইনক্লুশন অপারচুনিটিজ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন, "গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক একটি নতুন ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে সব ধরনের লেনদেন ক্যাশলেস করা সম্ভব হবে। আমাদের পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস হিসেবে গড়ে তুলতে হবে। ব্যাংক, এমএফএস, এজেন্ট ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সবাইকে একটি চ্যানেলের আওতায় আনতে হবে। এটি ২০২৭ সালের জুলাই মাসের মধ্যে চালু করার পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও বলেন, "ইন্টারঅপারেবল সিস্টেম চালু করা হলেও তা সফল হয়নি, কারণ অনেক প্রতিষ্ঠান এখনো এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে না।"
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক চলতি বছরই ইন্টারঅপারেবল সিস্টেম চালু করেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠান এতে অংশ নেয়নি। বিকাশও এ সিস্টেমে লেনদেন করছে না।
