ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক প্রকাশ, ক্ষতিপূরণের দাবি জামায়াত আমীরের
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে অনুভূত হওয়া শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, শুক্রবারে হওয়া ভূমিকম্পে ইতোমধ্যে ঢাকা ও নরসিংদীতে দুই শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গাজীপুরের কারখানা শ্রমিকসহ তিনশ'র কাছাকাছি মানুষ আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
তিনি এ মর্মান্তিক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমান বলেন, 'আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।'
এছাড়াও তিনি বিল্ডিং কোড মেনে বহুতল ভবন নির্মাণ হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমাতে জনগণকে আরও সচেতন করার বিষয়টি সরকারের দায়িত্ব বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
