বিএনপি সরকার গঠন করলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে: শামা ওবায়েদ
বিএনপি সরকার গঠন করলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স গঠন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, 'বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে দেশের ৬৪ জেলায় স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর। এসব স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্র-ছাত্রীরা খেলাধূলার সুযোগ পাবে।'
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাইস্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, 'দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধূলাকে প্রাধান্য দিতে হবে। কারণ খেলাধূলার চর্চা বাড়লে, সামাজিক অপরাধ কমে যাবে এবং যুবসমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।'
তিনি আরও বলেন, 'আগামীর লক্ষ্য হবে মাদকমুক্ত দেশ গড়া। আর সেই প্রত্যয়ে আমরা মাদককে না বলব। যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে পুলিশে সোপর্দ করতে হবে। আর যারা মাদক খায় তাদেরকে বোঝাতে হবে, তারা যেন মাদক থেকে দূরে থাকেন।'
এই বিএনপি নেত্রী বলেন, 'বাংলাদেশের ক্রীড়া জগৎ আজ যে পর্যন্ত এসেছে, তার জন্য আরাফাত রহমান কোকোর ভূমিকা অপরিসীম। বিএনপি সব সময় খেলাধূলাকে প্রাধান্য দিয়ে এসেছে। যারা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে সবসময় সার্বিক সহযোগিতা করে এসেছে বিএনপি।'
আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ফরিদপুর একাদশ ২-১ গোলে নগরকান্দা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
