উখিয়ায় ধানক্ষেত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেত থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা রাজাপালং এলাকায় হাতিটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানিয়েছেন, হাতিটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। হাতিটির শরীরের কয়েকটি জায়গায় কালচে পোড়া দাগ রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে।
হাতিটি বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
হাতিটির ময়নাতদন্ত শেষে মাটি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসক মো. ইউনুস বলেন, পাহাড়ে খাদ্য সংকটের কারণে অনেক সময় বন্যহাতি লোকালয়ে চলে আসে। সম্প্রতি পাহাড়ি এলাকার আশপাশে বন্যহাতির বিচরণ বেড়েছে। এতে লোকালয়ে আসা হাতির হানায় ফসলের ক্ষেত এবং বসতবাড়ি নষ্টের ঘটনা ঘটেছে।
বন্যহাতির কাছ থেকে ফসলি ক্ষেত ও বসতঘর রক্ষায় অনেকে বৈদ্যুতিক তারের ফাঁদ বসিয়েছে। এতে মাঝে মাঝে লোকালয়ে নেমে আসা বন্যহাতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।
বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত উখিয়া ও টেকনাফ এলাকায় মোট পাঁচটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে একটি মা হাতি, হ্নীলা বিট এলাকা ও জুমছড়িতে দুইটি ও দোছড়িতে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।
