অন্য কারো সঙ্গে সম্পর্ক সন্দেহে স্ত্রীকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

অন্য কারো সঙ্গে সম্পর্কের সন্দেহ এবং তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ভয়ে নজরুল ইসলাম তার স্ত্রী তাসলিমা আক্তারকে (৩৬) হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে রাখেন বলে ধারণা পুলিশের।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ কথা জানান রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।
রমনা বিভাগের উপ-কমিশনার জানান, রোববার (১২ অক্টোবর) রাতে কলাবাগানে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যা করেন স্বামী নজরুল ইসলাম। পরিস্থিতি সামাল দিতে মরদেহ ড্রিপ ফ্রিজে রাখেন। দুই মেয়েকে নিয়ে যান বোনের বাসায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দেন নজরুল।
পুলিশের অভিযানে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন নজরুল।
প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, দাম্পত্য জীবনে পারস্পারিক অনাস্থা থেকেই এমন হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত।
মাসুদ আলম বলেন, 'পারস্পারিক বিশ্বাসের অনাস্থা ও ব্যাংক হিসাবে নমিনি রাখার বিষয়টি ঝুঁকিপূর্ণ আশঙ্কা করেন নজরুল। অন্য কারো সঙ্গে স্ত্রীর সম্পর্কের সন্দেহ এবং টাকাপয়সা ইস্যু নিয়ে মাথা গরম হয়ে যায় নজরুলের। পরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যার লাশ ডিপ ফ্রিজে রাখেন।'
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।